রাঙা মাটির পথ চলেছে
রাঙা মাটির পথ চলেছে আমার গাঁয়ের পাশে,
দুধার ভরা ধান খেত আর চিল ওড়ে আকাশে।
বুড়ো শিবের গাজনতলায় গ্রাম সড়কের মোড়ে,
রোজ আসে যাত্রীবাহী বাস যাত্রীদল সব চড়ে।
আমার গাঁয়ে পথের বাঁকে গোরু বাছুর চরে,
মেঠো সুরে বাজে বাঁশি পরাণ পাগল করে।
মন মাতানো বাঁশির সুরে মেতে ওঠে প্রাণ,
একতারাতে মেঠো পথে গাইছে কেহ গান।
নদীর ঘাটে বটের গাছে পাখিরা বাঁধে বাসা,
কলসী কাঁখে বধূদের রোজ জল নিতে আসা
নদীর ঘাটে নৌকা বাঁধা নাইকো কূলে কেউ,
নদীর চরে কুকুরগুলো ডাক ছাড়ে ঘেউঘেউ।
নদী কিনারায় সূয্যি ডুবে যায় চাঁদ ওঠে আকাশে,
রাতের বেলায় জোছনার রাশি নদীর জলে হাসে।
** সকলে comment এ মত জানান আমি দিন একটি করে কবিতা দেব।************
স্বাধীনতা*তুই*বড়ই*নিষ্ঠুর
ReplyDeleteতুই*যে*বড়*পাষাণ।
তোকে*আনতে*লাখো*
মানুশের*দিতে*হল*প্রাণ।
রাজনিতির*নামে*দুর্ণিতি*করে
নিলো*কত*মানুষের*প্রাণ।
সেই*রাজনিতি*নশ্ট*করলো
আমার*দেশের*সম্মান।