Thursday, October 27, 2016

কবি ও কবিতা...................মায়ের আগমন পদধ্বনি (আগমনী)

মায়ের আগমন পদধ্বনি (আগমনী)


বাতাসে শিহরণ পুলকিত অবনী,
আসিছেন মহাকালী জগত জননী।
পদভারে ধরাধামে কাঁপিছে মেদিনী
আসিছেন উগ্রচণ্ডা কালী করালিনী।

আদ্যাশক্তি মহামায়া ভীমা ভয়ঙ্করী
ত্রিশূল ধারিণী কালী চণ্ডিকা শঙ্করী
কৃষ্ণপক্ষে অমাবস্যা ঘোর রজনীতে,
শ্যামাকালী চতুর্ভূজা পূজে বিধিমতে।

অমাবস্যা রজনীতে হয় কালীপূজা,
নৃমূণ্ডমালিনী দেবী শ্যামা চতুর্ভূজা।
ছিন্নমস্তা মা চামুণ্ডা মুণ্ডমালা গলে,
দেবী চণ্ডিকা কালী খড়্গ করতলে।

অর্ঘ সাজায়েছি মা ব্যথা ভরা নয়নজলে,
ডাকি মাগো বারে বারে এসো ধরাতলে।

No comments:

Post a Comment

Hi friend..