ঘর হোক, বা স্কুল, আপনার সন্তানের খেয়াল রাখবে 'অ্যাপ'
নয়াদিল্লি: সন্তানের দুরন্তপনা নিয়ে চিন্তিত! চোখের আড়াল হলেই শুরু দুশ্চিন্তা! এবার থেকে আপনার দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে একটি অ্যাপ। ঘর হোক বা স্কুল, এবার থেকে আপনার সন্তানের সুরক্ষার দায়িত্ব নেবে সে-ই।
নয়া এই অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করলেই সময় সময় সে আপনার সন্তানের খবর জানাবে।
গুরগাঁও-এর ইভোএক্সওয়াইজেড টেকনোলজিস সংস্থা ইভোস্কুল নামে এই অ্যাপ তৈরি করেছে। স্কুল এবং শিশুর অভিভাবকরা যৌথভাবে এর সঙ্গে যুক্ত থাকবেন। এই অ্যাপের মাধ্যমে বাচ্চা স্কুলে যাওয়ার জন্য বাসে ওঠা থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত তার সমস্ত গতিবিধির ব্যাপারেই জানতে পারবেন অভিভাবকরা। শুধু তাই নয়, হোমওয়ার্কের বিষয়েও জানতে পারবেন তাঁরা।
ওই সংস্থার মুখ্য আধিকারিক শিল্পা মাহনা ভটনাগর জানিয়েছেন, বাচ্চাদের সঙ্গে একটি ব্লুটুথ টেকনিকের ব্যাচ লাগানো থাকবে। স্কুল, বাস এবং বাড়ি-এই তিন জায়গার সঙ্গেই সংযোগ থাকবে বিশেষ হার্ডওয়্যারের। স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করলেই মিলবে এই সুবিধা।
দিল্লি, গুরগাঁও-এর কিছু স্কুলে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অ্যাপটির ব্যবহার।
No comments:
Post a Comment
Hi friend..