গেম শো, রিয়েলিটি শো-তে মোটা টাকা পুরস্কার মূল্যের কত টাকা কর দিতে হয়
'Income from other sources'-এই বিভাগের অধীনে গেম শো বা কুইজ শোতে জিতলে আয়কর দিতে হয়। শো থেকে জেতা টাকার ৩০.৯ শতাংশ কর হিসেবে জমা করতে হয়। 'বিগ বস', 'ডান্স ইন্ডিয়া ডান্স', 'ইমটিভি রোডিস'। এই ধরনের যত শো চলে সবেতেই জেতা পুরষ্কার মূল্যের প্রায় ৩১ শতাংশ টাকা কর হিসেবে জমা দিতে হয়। এই করের মধ্যে ধরা থাকে দু ধরনের সেস। মানে এই ধরনের শো থেকে এক কোটি টাকা জিতলে প্রায় ৩১ লক্ষ টাকা দিতে হয় আয়করে। বাড়ি নিয়ে আসা যায় ৬৯ লক্ষ টাকার মত।
এক নজরে দেখে নেওয়া যাকে আয়কর দফতরের ৫৬ (২) (বি) ধারায় কোন ধরনের রোজগারকে “Income from Other Sources”হিসেবে ধরা হয়--
লটারি, ক্রসওয়ার্ড পাজল, দৌড় (ঘোড়দৌড় সহ), কার্ড গেমস বা ওই জাতীয় কোনও গেমস, জুয়া, বেটিং বা বেটিং জাতীয় কোনও জিনিস।
No comments:
Post a Comment
Hi friend..